বিএনপি জল ঘোলা করে নির্বাচনে অংশ নেবে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:১৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
বিএনপি জল ঘোলা করে নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভুমিকা পালনে ব্যর্থ হয়েছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এতিম, প্রতিবন্ধী, অসহায়দের মাঝে ইফতার সামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
আলোচানায় অংশ নিয়ে তিনি বলেন, ৭৫ পরবর্তী আওয়ামী লীগ ছাড়া সব সরকারই কাজ করেছে শুধু নিজেদের ভাগ্য উন্নয়নে।
গণতন্ত্র ও নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন ব্ক্তব্যের জবাবও দেন ওবায়দুল কাদের।
রাজধানীর মিন্টো রোডের বাসভবনে সমসাময়িক বিষযে সাংবাদিকদের মতবিনিময় কালে বিএনপি নেতাদের সমালোচানা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের অগ্রগতি নিয়ে সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদনই প্রমান করে, দেশে করোনায় দারিদ্র্য বাড়ার তথ্যটি ছিলো মনগড়া বলে মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।