বিএনপি-জামাত পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্রে লিপ্ত : আ’লীগ
- আপডেট সময় : ০৭:২৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
- / ১৮৩৯ বার পড়া হয়েছে
বিএনপি জামাত ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তারা। জানুয়ারি মাসেই মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের সিডিউল ঘোষণা করা হবে বলে অনুষ্ঠানে জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধাদের ভূমিকা ও মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য কামরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার বড় সাফল্য তিনি একাত্তরের ঘাতক দালালদের বিচার করতে পেরেছেন।
বিএনপি নেতারা শুধু দেশ বিরোধী ষড়যন্ত্র করে ক্ষান্ত হয়নি, ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে বলে অভিযোগ কেন্দ্রীয় নেতাদের।
মুক্তিযুদ্ধ সংসদের নির্বাচন অনুষ্ঠিত করার প্রস্তুতি চলছে বলে জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
অচিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা আরো বাড়ানোর ঘোষণা দেবেন বলে জানান, আ ক ম মোজাম্মেল হক।