বিএনপি-জামায়াত মানে অগ্নি সন্ত্রাস ও ধ্বংস, আ’লীগ মানে সৃষ্টি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
- / ১৫৮১ বার পড়া হয়েছে
দেশে প্রবাসে যে যেখানে থাকুন, জমির মালিকানা নিয়ে আর দু:শ্চিন্তার প্রয়োজন হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় ভূমি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন। এসময় বিশ্বমানের ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বলেন ডিজিটাল বন্টন ব্যবস্থা নিশ্চিত করা হলে, কমবে পারিবারিক বিরোধ ও মামলার সংখ্যা। বিএনপি জামাত মানে শুধু অগ্নি সন্ত্রাস ও ধ্বংস এবং আওয়ামী লীগ মানেই সৃষ্টি এবং জনগণের কল্যান বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমি মন্ত্রণালয়ের ভূমিকা তুলে ধরার পাশাপাশি এবং ভূমি সেবা ডিজিটালাইজেশনে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে জাতীয় ভূমি সম্মেলন আয়োজন করেছে ভূমি মন্ত্রণালয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে, লক্ষ্মীপুরের রামগতিতে স্থাপন করা বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধু শেখ মুজিব গুচ্ছগ্রাম কমপ্লেক্স, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ডস, স্মার্ট ভূমি পিডিয়া, স্মার্ট ভূমিসেবা কেন্দ্রসহ ভূমি মন্ত্রণালয়ের ৭টি উদ্যোগের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন ডিজিটাল সেবা নিশ্চিতের মাধ্যমে বেড়েছে ভূমি কর আদায় এবং কমেছে নাগরিক ভোগান্তি। বিশ্বমানের ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার সচেষ্ট।
বিএনপি জামাতে আগুন সন্ত্রাসের কথাও স্মরণ করিয়ে দেন সরকার প্রধান।
সব ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে, এমন প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।