বিএনপি দলগতভাবে হত্যা আর ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৩৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বিএনপি দলগতভাবে হত্যা আর ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী বলেই তারা অপরাধীদের লালন করে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবন থেকে ঢাকা-আরিচা মহাসড়কের দ্বিতীয় নয়ার হাট সেতুর ৪ লেন নির্মাণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি । ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি ভেবেছিল করোনায় মানুষ না খেয়ে, চিকিৎসা না পেয়ে রাস্তায় মরে থাকবে , কিন্ত শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সেই পরিস্থিতি হয়নি ।
ঢাকা-আরিচা মহাসড়কের দ্বিতীয় নয়ার হাট সেতুর ৪ লেন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । এ সময় তিনি আরো বলেন, জনগণের দুঃসময়ে বিএনপি কোনো ভূমিকা না রেখে শুধু বক্তৃতা-বিবৃতিতেই নিজেদের দায়িত্ব শেষ করেছে।
সেতুমন্ত্রী আরো বলেন, বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশ ও জনগণের বিরোধিতায় নেমেছে।
খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে মির্জা ফখরুল ইসলামের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জেনে শুনে ও বুঝে বিএনপি মিথ্যাচার করা তাদের স্বভাব ।