জোনভিত্তিক পদক্ষেপ ঘোষণা ও লকডাউন বাস্তবায়নের বিষয়ে শিগগিরই বিভ্রান্তির অবসান
- আপডেট সময় : ০৮:২৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বিএনপি করোনা সংকটের শুরু থেকে ভুল ধরিয়ে দেয়ার নামে সরকারের অন্ধ সমালোচনা আর নেতিবাচক বক্তব্য দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা দেশ ও জাতির পাশে না দাঁড়িয়ে মিথ্যাচার ও গুজব ছড়াচ্ছে। ম্যাপিং করে করোনা সংক্রমন প্রতিরোধে বিভিন্ন দপ্তর ও কর্তৃপক্ষের মাঝে সমন্বয় গড়ে তুলে কার্যকরী পদক্ষেপ নিতে হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। আর সরকারের নতুন জোনভিত্তিক পদক্ষেপ ঘোষণা ও লকডাউন বাস্তবায়নের বিষয়ে শিগগিরই বিভ্রান্তির অবসান হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি অযৌক্তিক মিথ্যাচার করে ফায়দা লুটতে চাচ্ছে বিএনপি। এটা জনগণকে বিভ্রান্ত আর ফ্রন্ট লাইনে কর্মরত যোদ্ধাদের মনোবল নষ্ট করার অপপ্রয়াস বলেও জানান ওবায়দুল কাদের ।
সেতুমন্ত্রী বলেন, সরকার জোনভিত্তিক লকডাউন কার্যকর করার পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি,টেস্টিং সেন্টারের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
মহামারি করোনা ভাইরাস ঠেকাতে সংক্রমিত এলাকা চিহ্নিত করা হলেও পূর্বরাজারবাগ ছাড়া কোথাও লকডাউন ঘোষণা করেনি সরকার, এমনটাই জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সংক্রমিত এলাকা পুরোপুরি লকডাউন হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলেও জানান তথ্য মন্ত্রী।