বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:২৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ধর্মীয় উগ্রবাদ ফ্রাংকেনস্টাইনের দানবের মতো বিএনপির কর্মকান্ড। অন্যদিকে আলাদা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, নিজেদের অবস্থান পরিষ্কার না করলে জনগণের কাছে বিএনপি ভাস্কর্য বিরোধীদের ইন্ধনদাতা হিসেবে চিহ্নিত হবে।
সমসাময়িক নানা বিষয় নিয়ে নিজ সরকারি বাসভবনে ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হোক তা মনে মনে বিএনপিও চায় না। বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যে তাদের যোগসাজশে খুনিদের পুরস্কৃত করা হয়েছিলো বলেও জানান তিনি।
বিএনপি প্রকাশ্যে কিংবা গোপনে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতাকেই সমর্থন দিচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন,ভাস্কর্য ইস্যুতে বিএনপির বর্ণচোরা রাজনীতি জাতির কাছে এখন স্পষ্ট ।
অন্য দিকে আলাদা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ভাস্কর্য নিয়ে বক্তব্য দিয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য বিএনপিকে অনুরোধ জানান।
বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যে রাজনৈতিক বলয় রয়েছে তার প্রকাশ্য-অপ্রকাশ্য পৃষ্ঠপোষক হচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা ।