‘বিএনপি নির্বাচনে আসতে চাইলে আইন অনুযায়ী সুযোগ সৃষ্টি করা হবে’
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / ১৭৫৮ বার পড়া হয়েছে
বিএনপি নির্বাচনে আসতে চাইলে আইন অনুযায়ী সুযোগ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেন সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা হবে, সকল রাজনৈতিক দলের নির্বাচনে আসা উচিত। বিএনপি নির্বাচনে না আসায় শুন্যতা ও হতাসা আছে জানিয়েছে রাশেদা সুলতানা বলেন ভোটের তারিখ পেছানোর প্রয়োজন হলে ভেবে দেখবে কমিশন।
সোমবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাশেদা সুলতানা বলেন, ভোটের তারিখ পেছানোর প্রয়োজন হলে ভেবে দেখবে কমিশন।
অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ নির্বাচনে অংশ নিতে আগ্রহী বেশ কয়েকটি দল তাদের প্রার্থী নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।