বিএনপি নির্বাচনে হারার আগেই হেরে যায় : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
দেশে যে কোন নির্বাচন এলেই বিএনপি চিৎকার শুরু করে, আর নির্বাচনে হারার আগেই তারা হেরে যায় বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন।
সকালে মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীনে নবনির্মিত পরিদর্শন বাংলো উদ্বোধন কালে ভার্চুয়াল বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সরকারের জনসমর্থন নিয়ে বিএনপি মহাসচিবের মন্তব্য তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিক নির্বাচনগুলোর দিকে তাকালে বিএনপির অবস্থান স্পষ্ট। এ সময় বিএনপিকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, যারা আন্দোলনে পরাজিত হয়, তারা নির্বাচনেও পরাজিত হয়। এছাড়া বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটোতেই পরাজিত, তাই জনগণও তাদের প্রত্যাক্ষান করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।