বিএনপি নেতারা মিথ্যাচার করেন: তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / ১৫২০ বার পড়া হয়েছে
বিএনপি নেতারা দিনে তিনবার সংবাদ সম্মেলন করার সুযোগ পেয়েও বাক স্বাধীনতা নেই বলে চিৎকার করতে থাকেন অভিযোগ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের। তারা মিথ্যাচার করেন বলেও অভিযোগ তার।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, বিরোধীদলের চেয়েও টিভি চ্যানেলের টকশোগুলোতে সরকারের কঠোর সমালোচনা করা হয় প্রতিনিয়ত। এটাই গণতন্ত্রেই সৌন্দর্য। অহেতুক সমালোচনা আর ভালো কাজের প্রশংসা না পেলে ভালো কাজের প্রতি আগ্রহ হারিয়ে যায়। অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।