বিএনপি প্রকাশ্যে কোটা আন্দোলনের রাজনীতিতে ঢুকে গেছে : কাদের
- আপডেট সময় : ০৮:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
- / ১৭৭৩ বার পড়া হয়েছে
বিএনপি প্রকাশ্যে কোটা আন্দোলনের রাজনীতিতে ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, কোটা আন্দোলনে যারা যুক্ত, তাতে ষড়যন্ত্র আছে কিনা সেটা আন্দোলনের গতিধারায় বোঝা যাবে। শিক্ষকদের পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝি থাকতে পারে বলেও জানান ওবায়দুল কাদের।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, ২০১৮ সালে প্রধানমন্ত্রী কোটা বাতিল করে পরিপত্র জারি করেন। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে ৭ জন মুক্তিযুদ্ধার সন্তান রিট করে। সরকার কোটা বাতিলের বিরুদ্ধে আন্তরিক বলেই উচ্চ আদালতে আপিল করেছে। আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি বলেন, আদালতে বিচারাধীন বিষয়ে কোনো রাজনৈতিক দল পক্ষ নিতে পারে না। কোটা আন্দোলনের ৩১ জন শিক্ষার্থী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শিক্ষক না আমলা কে সুপিরিয়র সে বিতর্কে সরকার যাবে না। সার্বজনীন পেনশন স্কীমের বিষয়েবাস্তবতার আলোকে সিদ্ধান্ত নিতে হবে বলেও জানান ওবায়দুল কাদের।