বিএনপি মহাসচিবের বক্তব্য ৩০ লাখ শহীদের সাথে বেঈমানী: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:৫৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিবের বক্তব্য রাষ্ট্রদ্রোহী এবং ৩০ লাখ শহীদের রক্তের সাথে বেঈমানী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দলের সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলামের অভিযোগ, তত্ত্বাবধায়ক সরকারের কফিনে শেষ পেরেক মেরেছিলো বিএনপি। শুক্রবার রাজধানীতে বিএনপি নেতাদের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে এসব কথা বলেন তারা।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে বিবৃতি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে তিনি বলেন, দেশের অগ্রগতি,সাফল্য, উন্নয়ন ও অর্জন যখন বিশ্বব্যাপী প্রশংসিত তখন বিএনপি মহাসচিবের পাকিস্তান শাসনামলের প্রশংসা করা অত্যন্ত দুঃখজনক। দেশবিরোধী ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতামূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
মহাসচিবের রাষ্ট্রদ্রোহী এমন বক্তব্যের মধ্য দিয়ে বিএনপির তাদের চিরাচরিত বাংলাদেশ বিরোধী অবস্থান ও স্বাধীনতা বিরোধী অপরাজনীতির গোপন অভিসন্ধি স্পষ্ট করেছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি আয়োজিত বিশিষ্ট অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খানের শোকসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম।
আলোচনায় অংশ নিয়ে তত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন দাবির প্রসঙ্গে কথা বলেন তিনি।
এসময় মহান মুক্তিযুদ্ধসহ দেশে জ্ঞানভিত্তিক জাতি গঠনে শিক্ষাবিদ ড. আকবর আলী খানের ভুমিকার কথাও স্মরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের এই নেতা।