বিএনপি মানুষের দুর্যোগ-দুর্ভোগে পাশে না থেকে কেবল গণমাধ্যমে সরকারের অযৌক্তিক সমালোচনা করে
- আপডেট সময় : ০৮:১৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বিএনপি মানুষের দুর্যোগ-দুর্ভোগ ও কষ্টের সময়ে পাশে না থেকে কেবল গণমাধ্যমে সরকারের অযৌক্তিক সমালোচনা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জনরোষের ভয়ে আতংকিত বিএনপি রাজনীতিতে বেপরোয়া আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে ঢাকার বনানীতে জাইকার ঋণ সহায়তায় চলমান ২টি প্যাকেজের মাধ্যমে দেশের উত্তরাঞ্চলে ৮টি ও দক্ষিণাঞ্চলে ১৩টি সেতু নির্মাণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। সেতুমন্ত্রী বলেন, এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২৫টি সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। পশ্চিমাঞ্চলে চলমান ৩৫টি সেতুর নির্মাণ কাজের অগ্রগতি প্রায় ৮০ ভাগ। ওবায়দুল কাদের আরো জানান, মেট্রোরেল প্রকল্প রুট- সিক্সের নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতি ৪৭ ভাগ। স্বাস্থ্যবিধি মেনেই মেট্রোরেল প্রকল্পের কাজ এগিয়ে চলছে।