বিএনপি মানুষ পোড়ানোর নোংরা খেলায় মেতেছে : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মানুষ পোড়ানোর নোংরা খেলায় মেতেছে। এটা দিবালোকের মতো স্পষ্ট যে, বিএনপি-ই বাসে আগুন দিয়েছে। ২০১৩ সালের মতো বাসে আগুন নিয়ে আবারও নোংরা খেলায় তারা মেতে উঠেছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
জাতীয় প্রেসক্লাবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি আরো বলেন, বাস পুড়িয়ে আবার তাদের নেতারা অবলীলায় মিথ্যা বলছে। তারা যদি আগুন নিয়ে খেলে, নিজেরাই সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। রাজনীতিতে অস্তিত্বের জানান দিতে বাস পোড়াতে হবে কেন প্রশ্ন করে তিনি বলেন, বিএনপি’র কি রাজপথে দাঁড়ালে হাঁটু কাপে? রাজনীতি যদি করতে হয়, তবে হাঁটু কাঁপুনি ছাড়া দাঁড়ান– না হয় রাজনীতি থেকে বিদায় নেন উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, মিথ্যা বলার জন্য যদি কোনো পুরস্কার থাকতো তাহলে নিঃসন্দেহে প্রথম পুরস্কার পেতেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।