বিএনপি’ মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেঃ ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৩৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
দলের ভাইস চেয়ারম্যানকে শোকজ করার মধ্য দিয়ে বিএনপি দেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি এখন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির মুখপাত্রে পরিণত হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। এদিকে, জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেয়া ৪২ সদস্য বিশিষ্ট বুদ্ধিজীবীর বিবৃতিটি বিএনপির অফিসে বসে ড্রাফট করা হয়েছে।
সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে রোববার সকালে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সুযোগ পেলেই বিএনপি তাদের যে কোন নেতাকে আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় মুক্তিযুদ্ধের বিরোধীতাকারিদের সাথে বিএনপির গোপন সম্পর্কের কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, তাদের অপকর্মের ইন্ধনদাতা হিসেবে সম্পৃক্ততা এখন স্পষ্ট।
এদিকে, দুপুরে জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রগতিশীল ন্যাপ আওয়ামী পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এ সময় নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির কাছে ৪২ বিশিষ্ট নাগরিকের দেয়া বিবৃতির কঠোর সমালোচনা করেন তিনি।
সংগঠনের সভাপতি পরশ ভাসানীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, শামীম হায়দার পাটোয়ারীসহ অনেকে।