বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও মুলত তারা নিজেরাই গণতন্ত্রের জন্য হুমকি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:২০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও মুলত তারা নিজেরাই গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
সকালে তাঁর সরকারী বাসভবনে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনাল’স অরগানাইজেশন্স-এফটিপিও’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ দ্বিতীয় দফা বাড়িয়ে নজিরবিহীন মহানুভবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া টেলিভিশন রেটিং পয়েন্ট-টিআরপি নির্ধারণ পদ্ধতি আধুনিকায়নে সরকার একটি কমিটি গঠন করেছে বলেও জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।