বিএনপি রাজনীতি ছেড়ে এখন ব্যক্তিগত আক্রমণ শুরু করেছে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
বিএনপি রাজনীতি ছেড়ে এখন ব্যক্তিগত আক্রমণ শুরু করেছে। এটি রাজনৈতিক সৌজন্যবোধের মধ্যে পড়ে না বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে গণমাধ্যমে দেয়া নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় অন্যের বিরুদ্ধে সমালোচনা করার আগে আয়নায় নিজেদের চেহারা দেখার পরামর্শ দেন ওবায়দুল কাদের।
রোববার সকালে দেশের রাজনীতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে সরকারি বাসভবন থেকে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি অভিযোগ করে বলেন, কোন ইস্যু খুঁজে না পেয়ে এখন ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছেন বিএনপি।
আওয়ামী লীগ নাকি দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবও দেন ওবায়দুল কাদের।
এদিকে, দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদকের বক্তব্য নিয়ে বিএনপি মহাসচিবের মন্তব্যের সমালোচনা করেন তথ্যমন্ত্রী।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সাবলীলভাবে মিথ্যাচার করতে পারেন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।