বিএনপি সড়ক পরিবহন আইন নিয়ে ষড়যন্ত্র করছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বিএনপি সড়ক পরিবহন আইন নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলেনে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। কাউকে শাস্তি দেওয়ার জন্য নয় , রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নতুন আইন করা হয়েছে বলেও জানান তিনি । সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। পরে, আগামী তিন বছরের জন্য পুনরায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম সেলিম এবং একরামুল করিম চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা দেয়া হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, পেঁয়াজের ইস্যুতে কিছু করতে না পেরে, এবার সড়ক পরিবহন আইন নিয়ে ষড়যন্ত্র করছে বিএনপি।