বিএসএফের হাতে বাংলাদেশের পাঁচ জেলেকে অপহরণের প্রতিবাদে মানব বন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
রাজশাহীতে পদ্মা নদী থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের হাতে বাংলাদেশের পাঁচ জেলেকে অপহরণের প্রতিবাদে মানব বন্ধন হয়েছে।
দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের আলীমগঞ্জে মৎস্যজীবী সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে এ মানব বন্ধন হয়। মানব বন্ধনে অপহৃতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ জানান, গত ৩১ জানুয়ারি পদ্মা নদীতে মাছ ধরার সময় গহমাবোনা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে বিএসএফ পাঁচ বাংলাদেশী জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এ নিয়ে বিজিবি’র সাথে পতাকা বৈঠক হলেও অপহৃতদের ফেরত দেয়নি বিএসএফ। উল্টো ভারতে অনুপ্রবেশের মিথ্যা অভিযোগ তুলে তাদেরকে ভারতীয় পুলিশে সোপর্দ করা হয়েছে। অথচ তাদের ফেরত আনতে সরকারের পক্ষ থেকে এখনো কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। অবিলম্বে বিএসএফের হাতে অপহৃতদের মুক্তি দাবি করেন তারা।