বিএসএফ পাঁচ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে যাওয়ায় সীমান্তজুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্ক

- আপডেট সময় : ০৯:১২:০০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
বিএসএফ পাঁচ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে যাওয়ায় রাজশাহী সীমান্তজুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্ক। প্রাণভয়ে পদ্মায় মাছ ধরাও বন্ধ করে দিয়েছেন জেলেরা। এতে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে জেলেপল্লীর বাসিন্দাদের।
শুক্রবার রাজশাহীর খরচাকা ও সোনাইকান্দি সীমান্তের মাঝামাঝি এলাকায় পদ্মা থেকে পাঁচ জেলেকে ধরে নিয়ে যায় বিএসএফ। এরপর শনিবার বিজিবির সাথে দু’দফা পতাকা বৈঠকের পরও তাদের মুক্তি দেয় নি তারা। অনুপ্রবেশের অভিযোগ তুলে ওই ৫ জেলেকে ভারতীয় পুলিশে সোর্পদ করেছে বিএসএফ। এ অবস্থায় জেলেপাড়ার সবাইকে এখন তাড়া করছে আতঙ্ক। স্থানীয়রা জানান, নদী এলাকায় সীমান্ত পিলার না থাকায় বিএসএফ ইচ্ছেমতো অনুপ্রবেশ করছে বাংলাদেশ অংশে। জেলেরা পদ্মায় মাছ ধরতে নামলেই বাধাও দিচ্ছে তারা।
নিরাপত্তার নিশ্চয়তা না পেলে জীবিকার তাগিদেও পদ্মায় মাছ ধরতে আর যেতে চান না জেলেরা। এ অবস্থায় বিপাকে পড়েছেন পদ্মাপাড়ের সহস্রাধিক জেলে।
তবে সংকট মোকাবেলা করে সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তাতেও পাশে আছে বিজিবি-বলছেন ১ ব্যাটেলিয়নের অধিনায়ক।