বিএসএমইউ প্রিজন সেলে ৫ দিন জুম মিটিং করেন ডেসটিনির রফিকুল
- আপডেট সময় : ০১:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে বসেই চলতি বছরের মে ও জুন মাসে পাঁচবার মুঠোফোনে জুম অ্যাপের মাধ্যমে ব্যবসায়িক বৈঠক করেছেন ডেসটিনির এমডি রফিকুল আমীন। এসব বৈঠকে তিনি নতুন কোম্পানি ‘ডি টু’ প্রতিষ্ঠা করা নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে বিনিয়োগকারীদের কাছে নিজের জামিন ও মুক্তির বিষয়ে আশ্বস্ত করেছেন। প্রতিটি বৈঠক হয়েছে গভীর রাতে। এসব বৈঠকের সময়সীমা ছিল সর্বনিম্ন ২৯ মিনিট থেকে সর্বোচ্চ ১ ঘণ্টা ২২ মিনিট।
কারা অধিদপ্তর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে বিষয়গুলো। প্রতিবেদনে বলা হয়, এর আগে ২০২০ সালের মে মাসেও দুবার ফোনে বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেছেন রফিকুল আমীন। স্বাস্থ্য পরীক্ষার নামে প্রিজন সেলের বাইরে যাওয়ার পর তাঁকে একটি মুঠোফোন দেন ডেসটিনির একজন বিনিয়োগকারী। মুঠোফোন নিয়ে প্রিজন সেলে প্রবেশের সময় দায়িত্বরত কারারক্ষীরা তাঁকে তল্লাশিও করেননি।
তদন্ত কমিটির প্রধান ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, যে অভিযোগ উঠেছে তার সত্যতা পাওয়া গেছে। রফিকুল আমীনসহ দোষীদের বিরুদ্ধে কারা কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে।