বিকৃত যৌনাচারে বাধ্য করায় ডায়নাকে খু*ন করে লাদেন
- আপডেট সময় : ০৯:২১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
রাজধানীর যাত্রাবাড়ীর তৃতীয় লিঙ্গের মাকসুদুর রহমান ওরফে ডায়না হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। বিকৃত যৌনাচারে বাধ্য করায় ডায়নাকে খুন করে তারই একসময়ের সঙ্গী শোয়েব আক্তার ওরফে লাদেন। লাদেন টাকার বিনিময়ে মাকসুদুরের সাথে শারীরিক সম্পর্ক করতেন। লাদেনকে শেরপুর থেকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
প্রবাস জীবনে গিয়ে লিঙ্গ পরিবর্তন করে মাকসুদুর রহমান থেকে বনে যান ডায়না। পরিবারে পরিচয় তৃতীয় লিঙ্গের। বছর তিনেক হলো বাংলাদেশেই বসবাস করছেন মাকসুদুর রহমান ওরফে ডায়না। এ কবছরে গৃহকর্মীর লাদেনের সঙ্গে গড়ে তোলেন শারীরিক সম্পর্ক।
পুলিশ বলছে, লাদেনের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিলো জোরপূর্বক। এই প্রয়োজনেই লাদেনকে প্রায়শই বাসা ডেকে আনা হতো।
হত্যাকাণ্ডের দিন লাদেনকে নিজ বাসায় ডেকে আনে ডায়না। জোরপূর্বক সম্পর্কের কারণে লাদেনের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় সেদিনও।
নিজেকে বাঁচাতে হাতের কাছে পাওয়া হাতুড়ি দিয়েই ডায়নার মাথায় আঘাত করে লাদেন। তাতেই প্রাণ হারায় মাকসুদুর রহমান ওরফে ডায়না।
গেলো ২৭ তারিখ যাত্রাবাড়ীর নিজ বাসা থেকে ডায়নার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।