বিক্ষিপ্ত সহিংসতায় সারাদেশে পঞ্চম ধাপের ৭০৮ ইউপিতে চলছে ভোট
- আপডেট সময় : ০১:২১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সহিংসতার আশংকার মাঝেই পঞ্চম ধাপের সারাদেশের ৭০৮ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলছে। এর মধ্যে কুষ্টিয়া সদরে বিক্ষিপ্ত সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রামের বোয়ালখালীর করলডাঙ্গা ইউনিয়নের আসাদিয়া স্কুল কেন্দ্রে নির্বাচনী মাঠে পেশাগত দায়িত্ব পালনের সময় গণমাধ্যমের আটটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। একই ইউনিয়নের দক্ষিণ করোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রতিপক্ষের হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালীর করলডাঙ্গা ইউনিয়নের আসাদিয়া স্কুল কেন্দ্রে নির্বাচনী মাঠে পেশাগত দায়িত্ব পালনের সময় গণমাধ্যমের আটটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। বুধবার সকালে ভোট শুরুর আগে ও পরে অহল্লা করলডাঙা ইউপির তিনটি কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা হামিদুল হকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গণমাধ্যমকর্মীদের মাইক্রোবাসসহ আটটি গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া একই ইউনিয়নের দক্ষিণ করোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রতিপক্ষের হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছে।
সকালে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় বাসুদেব ইউনিয়নের দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনায় ১০ জন আহতসহ দুই মেম্বার প্রার্থীকে আটক করা হয়েছে। ভোটকেন্দ্র দখলের অভিযোগে দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
বুধবার ভোর সদর উপজেলার মনোহর দিয়া ইউনিয়নের গাং-পাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হান্নানের ক্যাম্পে নৌকা প্রার্থী শহিদুল ইসলামের সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সকাল ৮টার আগেই সদর উপজেলার বটতৈল, আইলচারা, পাটিকাবাড়ী ইউনিয়নসহ ১১ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে ২ ইউনিয়নে ১ জন করে মোট ৫ জন রিটানিং অফিসার কাজ করছেন।
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মুন্সীগঞ্জের গজারিয়ার সাতটি ইউনিয়নে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এ উপজেলার মোট আটটি ইউনিয়ন থাকলেও আইনী জটিলতার কারণে একটিতে ভোট বন্ধ রয়েছে। নিরাপত্তায় টহল দিচ্ছে পুলিশের স্ট্রাইকিং ফোর্স, রেব, বিজিবি ও মোবাইল কোর্ট।
পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের চন্দনাইশ, আনোয়ারা ও বোয়ালখালী উপজেলার ২৪ ইউনিয়নের ভোটগ্রহন চলছে। সকাল ৮ টা থেকে ভোটগ্রহন শুরু হয়। ফেনী সদর উপজেলার ১২ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।
ময়মনসিংহের দুটি উপজেলা গফরগাঁও ও নান্দাইলে ২৬টি ইউপিতে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১১ ইউপিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ১০ ইউনিয়ন ও আশুগঞ্জের ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনের শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। এখানে ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৬ জন।
তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে চাঁদপুরের ফরিদগঞ্জে ১৩, কচুয়ার ১২ ও হাইমচর উপজেলার ৪ ইউনিয়নসহ মোট ২৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোরের নলডাঙ্গা ও গুরুদাসপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে।