বিক্ষোভকারীদের ওপর আবারও গুলি চালিয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের ওপর আবারও গুলি চালিয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৯ বিক্ষোভকারী নিহত হয়েছেন। কয়েকটি শহরে সতর্কতা জারির পরপরই গুলি চালানো হয়। গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই বিক্ষোভকারীদের ওপর চড়াও হচ্ছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। তবে ২৮ ফেব্রুয়ারির পর আজ দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানীর ঘটনা ঘটেছে। এ নিয়ে এক মাসে ৩১ জন বিক্ষোভকারী নিহত হলেন। সবচেয়ে বেশি প্রাণহানী হয়েছে মনিওয়াতে। সেখানে বিক্ষোভকারী ৪ পুরুষ ও ১ নারী নিহত হন বলে জানিয়েছেন মনিওয়া গেজেটের সম্পাদক খো থিট সার। দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে নিহত হয়েছেন ২ জন। আর প্রধান শহর ইয়াঙ্গুনে পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন।