বিক্ষোভের মুখে পদত্যাগ কিরগিজস্তানের প্রেসিডেন্টের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরনবি জিনবেকভ। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ এড়াতে এই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিক্ষোভকারী ও রাজনৈতিক বিরোধী জিনবেকভের পদত্যাগের দাবি করে আসছেন। তিনি বলেন, ক্ষমতায় আঁকড়ে থাকা দেশের অখণ্ডতার চেয়ে মূল্যবান নয় এবং সামাজিক নীতির মধ্যে পড়ে না। কিরগিজস্তানের শান্তি, দেশের অখণ্ডতা, জনগণের ঐক্য ও সমাজে স্থিতিশীলতা সবার উপরে।
মধ্য এশিয়ার দেশটিতে ২০০৫ সালের পর বিক্ষোভের পদত্যাগ করা তৃতীয় প্রেসিডেন্ট হচ্ছেন জিনবিকভ। পার্লামেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগে ৪ অক্টোবর থেকে কিরগিজস্তানে বিক্ষোভ হচ্ছে। নির্বাচন কমিশন জিনবিকভ ও তার মিত্রদের বিজয়ী ঘোষণা করলে বিরোধীরা ফলাফল প্রত্যাখ্যান করে।