বিক্ষোভের মুখে মুক্তি পেলেন সমাজকর্মী সৈয়দা রত্না এবং তাঁর ছেলে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
আটকের ১২ ঘণ্টা পর সমাজকর্মী সৈয়দা রত্না এবং তাঁর ছেলে ঈসা আব্দুল্লাহকে ছেড়ে দিয়েছে রাজধানীর কলাবাগান থানা পুলিশ।
মুচলেকা দিয়ে ছাড়া পেতে হয়েছে তাদের। রোববার রাত প্রায় সাড়ে ১২টার দিকে কলাবাগান থানা থেকে মুক্তি দেয়া হয় দুজনকে। থানা ভবন নির্মাণের জন্য সরকারি খাসজমি বরাদ্দ দিলে সেই জায়গা খেলাধুলার জন্য ফাঁকা রাখার দাবি ওঠে। এক পর্যায়ে বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে প্রতিবাদ জানান সৈয়দা রত্না। পরে পুলিশ তাকে তার ছেলেসহ আটক করে থানায় নিয়ে যায়। আটকের কথা জানাজানি হলে রাত সাড়ে ১১টার দিকে তাদের মুক্তির দাবিতে কলাবাগান থানার সামনে বিক্ষোভ করে স্থানীয় বাসিন্দাসহ মানবাধিকারকর্মী ও উদীচীর নেতাকর্মীরা।