বিক্ষোভে অংশ নেয়ায় নরওয়ের এক নারী পর্যটককে ভারত ছাড়তে বাধ্য করেছে দেশটির সরকার
- আপডেট সময় : ০২:১৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ইসলাম বিদ্বেষী নাগরিক সংশোধনী আইন বাতিলের দাবিতে বিক্ষোভে অংশ নেয়ায় নরওয়ের এক নারী পর্যটককে ভারত ছাড়তে বাধ্য করেছে দেশটির সরকার। এদিকে, আইনটি বাতিলের দাবিতে ভারতজুড়েই বিক্ষোভ চলছে।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় বিক্ষোভ থেকে ফেসবুকে ছবি পোস্ট করেন নরওয়ের নারী পর্যটক জান্নি মাট্টি জোহানসন। এরপরই ভারতীয় অভিবাসন কর্মকর্তারা তাকে হোটেলে এসে জিজ্ঞাসাবাদ করেন এবং ভারত ছাড়ার নির্দেশ দেন। নতুবা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দেন। শুক্রবার সন্ধ্যায় তিনি ভারত থেকে দুবাই রওনা করেন। মুসলমানদের কোণঠাসা করতেই নরেন্দ্র মোদির সরকার নাগরিক সংশোধনী আইনটি করেছে। এই আইনের প্রতিবাদে উত্তাল সমগ্র ভারত। রাজধানী দিল্লি ছাড়াও মুম্বাই, পশ্চিমবঙ্গের কোলকাতায় বিক্ষোভ চলছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মুখার্জী আইন বাতিল না হওয়া পর্যন্ত টানা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন।