বিক্ষোভ সহিংসতায় এখনও উত্তাল কাজাখস্তান
- আপডেট সময় : ০২:১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বিক্ষোভ সহিংসতায় এখনও উত্তাল কাজাখস্তান। পরিস্থিতি সামাল দিতে না পেরে রাশিয়ার সহায়তা চাইলেন প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভ। এছাড়াও হোয়াইট হাউজ এবং জাতিসংঘ বুধবার কাজাখ কর্তৃপক্ষকে সহিংস নাগরিক অস্থিরতা মোকাবেলায় সংযমতা দেখানোর আহ্বান জানিয়েছে।
টেলিভিশনে প্রচারিত ভাষণে কাজাখস্তান প্রেসিডেন্ট রাশিয়ার নেতৃত্বাধীন সিএসটিও জোটের কাছে সাহায্য চাওয়ার কথা জানান। সাবেক সোভিয়েতভুক্ত সামরিক জোটের চেয়ারম্যান সীমিত সময়ের জন্য কাজাখস্তানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা জানান। প্রথমে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ শুরু হলেও পরে তা সরকার বিরোধী আন্দোলনে রূপ । বিক্ষোভকারীদের দমনে মিছিলে গুলিও ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। তবে রাজপথ ছাড়তে নারাজ আন্দোলনকারীরা। হোয়াইট হাউজের প্রেস সচিব বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে নিজেদের মত প্রকাশ করতে দেওয়া উচিত বলে জানান। জাতিসংঘও সব পক্ষকে সংযম প্রদর্শন , সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। কাজাখস্তান বুধবার দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে যখন জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সংঘর্ষে রূপ নেয় এবং বিক্ষোভকারীরা সরকারি ভবনে হামলা করে।