বিঘা প্রতি ১৬’শ টাকার বিনিময়ে পানি দেয়ার নির্দেশনা থাকলেও তা মানছে না সিরাজগঞ্জের পাম্প মালিকরা
- আপডেট সময় : ০৭:২৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
বিদ্যুৎ চালিত সেচ পাম্প মালিকরা পানির বিনিময়ে কৃষকদের কাছ থেকে এক চতুর্থাংশ ধান নিচ্ছেন। যার বাজার মূল্য প্রায় ৫ হাজার টাকা। অথচ বিঘা প্রতি ১৬’শ টাকার বিনিময়ে পানি দেয়ার নির্দেশনা থাকলেও তা মানছেন না পাম্প মালিকরা। ৩ গুণ টাকা হাতিয়ে নেয়ায় দিনদিন ক্ষুব্ধ হয়ে উঠছেন অসহায় কৃষকরা।
সিরাজগঞ্জ জেলায় এবার বোরো মৌসুমে ১ লাখ ৪১ হাজার ৫০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এককভাবে কৃষকের পক্ষে জমিতে সেচ দেয়া সম্ভব না হয় না বলেই এলাকা ভিত্তিক বিদ্যুৎ চালিত সেচ পাম্পের অনুমোদন দিয়েছে সরকার । সেচ খরচ কমাতে বিদ্যুতে ভুর্তকি দিয়ে বিঘা প্রতি ১৬শ’ টাকা নির্ধারণ করে। কিন্তু সরকারের এ শর্ত সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলা সহ জেলার কোথাও মানছে না পাম্প মালিকরা।
বিক্ষুব্ধ দু-একজন প্রতিবাদ করলে জীবন নাশের হুমকিসহ হামলার ভয়ে মুখ খুলতে সাহস পান না অনেকে।
তবে কৃষক স্বার্থ রক্ষায় আগামীতে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারী দিয়েছেন নেতারা।
আগামী মৌসুমে নৈরাজ্যর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান সেচ কমিটির সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
ফসল উৎপাদনে যেমন সহযোগিতা প্রয়োজন তেমনি ঘরে তোলার সময়ও কৃষকদের দিকে নজর দেয়ার দাবি সংশ্লিষ্টদের।