বিচারের ধারা মেনেই ড. মুহাম্মদ ইউনূসের সাজা হয়েছে : আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৬:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮৬৯ বার পড়া হয়েছে
বিচারের ধারা মেনেই নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সাজা হয়েছে, এ ক্ষেত্রে সরকারের কোন হস্তক্ষেপ ছিল না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিচার শেষ হওয়ায় এখন আর বিদেশি বিশেষজ্ঞ দলের রায় পর্যবেক্ষণের সুযোগ নেই।দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইনমন্ত্রী। বিলম্ব হলেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার বিচার হবে বলেও জানান আনিসুল হক।
সচিবালয়ে ড. ইউনূসের সাজা ও নোবেলজয়ীদের বিবৃতির জবাব দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আইনমন্ত্রী আনিসুল হক। আপিলের কার্যক্রম চলাকালে ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন-বিবৃতির উদ্বৃতি দিয়ে তিনি বলেন, রায়কে ঘিরে দেশের মর্যাদা হেয় করা হচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি পরিবর্তনে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, জানান, আওয়ামী লীগ দ্রুত বিচার আইনের অপব্যবহার করেনি। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলাটি ব্যতিক্রমী মন্তব্য করে, সঠিক দোষী নির্ণয়ে তদন্ত শেষ করতে পারছে না বলেই সময় লাগছে বলে জানান আনিসুল হক।