বিচার বিভাগে দুর্নীতি নির্মূলে দুদকের আরো সক্রিয় হওয়া উচিত: হাইকোর্ট
- আপডেট সময় : ০৭:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বিচার বিভাগে দুর্নীতি রয়েছে এবং সেই দুর্নীতি নির্মূলে দুদককে আরো সক্রিয় হওয়া উচিত বলে মনে করে হাইকোর্ট। দুর্নীতি বিষয়ক একটি রিটের শুনানিতে উচ্চ আদালত জানায়, সবার মনে রাখা উচিত- কেউ আইনের উর্ধ্বে নয়। শুনানি শেষে গণমাধ্যমের কাছে আদালতের এসব পর্যবেক্ষণ তুলে ধরেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি জানান, দুর্নীতির অভিযোগে দুদকের তলবি নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসি রুপার করা আবেদনের পরবর্তী শুনানি ৩ ডিসেম্বর, রূপা করোনা আক্রান্ত হওয়ায় দুদকের কাছে সময় চাইলে ৬ ডিসেম্বর পর্যন্ত সময় দিতে নির্দেশ দেয় উচ্চ আদালত।
২০১৯ সালের ২০ জুলাই। সারাদেশ যখন ক্যাসিনো কান্ডে তোলপাড় তখন রাজধানীর নিকেতনের বাসা থেকে বিপুল পরিমান দেশী-বিদেশী মুদ্রা, মাদক ও অস্ত্রসহ বিতর্কিত ঠিকাদার ও যুবলীগের বহিস্কৃত নেতা গোলাম কিবরিয়া ওরফে জিকে শামীমকে গ্রেফতার করে র্যাব। পরে শামীমের বিরুদ্ধে গুলশান থানায়, অস্ত্র, মাদক ও অর্থ পাচারের মামলা দায়ের করা হয়।
গ্রেফতারের ৫ মাস পর হাইকোর্টে জামিন চেয়ে জিকে শামীমের করা নামের বানানটি ছিল অনেকটা এরকম। নামের এই পরিবর্তন করায় কাকে জামিন দেয়া হচ্ছে সেই বিষয়টি অনেকটাই অস্পষ্ট থেকে যায় আদালতের কাছে। জামিনের এই খবর প্রকাশিত হওয়া পর তা প্রত্যাহার করে নেয় উচ্চ আদালত। অবৈধ পন্থায় নেওয়া ওই জামিনের ঘটনায় অভিযোগের তীরটি যার দিকে ছিলো, তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপা।
চলতি বছর ২৮ অক্টোবর জিকে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাতের করে অবৈধ সম্পদ অর্জণের অভিযোগে তাকে তলব করে দুর্নীতি দমন কমিশন। ৪ নভেম্বর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে হাজির হয়ে অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুল ধরার কথা ।
তবে দুদকের ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ডিএজি রূপা। মঙ্গলবার সেই রিটের শুনানিতে বিচারিক কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরে আদালত। করোনায় আক্রান্ত হওয়ায় রূপা চাইলে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত তাকে সময় দিতে দুদককে নির্দেশও দেয় উচ্চ আদালত।
আগামী ৩ ডিসেম্বর বিচারপতি মো: মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি একেএম জহিরুল হকের দ্বৈত বেঞ্চে বিষয়টি আবারো শুনানির জন্য আসবে বলেও জানান আইনজীবীরা।