‘বিজনেস ডিরেক্টর অব দ্য ইয়ার’ হলেন শেখ আমিনুর রহমান
- আপডেট সময় : ০২:৪৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
দেশের কর্পোরেট খাতে অসামান্য অবদান রাখায় ‘বিজনেস ডিরেক্টর অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ‘নগদ’-এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের এই ক্যাটাগরিতে পুরস্কার পান তিনি।
সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টের ষষ্ঠতম আসর ‘লিডারশিপ সামিট ২০২২’। এবছর এই সামিটের মূল থিম ছিল টান্সফরমেটিভ হিউমেন লিডারশিপ ডিউরিং অর্ডিনারি টাইমস।
মূলত দেশের ভবিষ্যত উন্নয়নকে সমৃদ্ধ করার লক্ষ্যে আয়োজন করা হয় লিডারশিপ সামিট। ‘সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২২’ আয়োজনের মধ্য দিয়ে ১৬টি ক্যাটাগরিতে মোট ১৬ জন করপোরেট লিডারকে এ সম্মাননা প্রদান করে ব্র্যান্ড ফোরাম।
‘নগদ’ এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, ‘পুরস্কার প্রাপ্তি সবার জন্য একটি আনন্দের মুহূর্ত। আমি এই পুরস্কার পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি। আমি এখনো আমার কাজের মাধ্যমে আমার বিভিন্ন পর্যায়ের সহকর্মীর কাছ থেকে বিভিন্ন বিষয় শিখছি। এ ধরনের পুরস্কার সামগ্রিক এই চেষ্টাগুলোকে বেগবান করবে বলে বিশ্বাস করি।’