বিজিবি মোতায়েনের পরও ঘাটে বাড়ি ফেরার জনস্রোত
- আপডেট সময় : ০৭:৪৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বিজিবি মোতায়েন করেও আটকে রাখা যাচ্ছে না ঈদে ঘরমুখো মানুষদের। কড়াকড়ির মাঝে অবর্ণনীয় কষ্টের মধ্যে পড়েছে ঈদ-যাত্রীরা। নারী-শিশু ও ভারী ব্যাগ নিয়ে খোলা আকাশের নিচে ঘন্টার পর ঘন্টা ফেরির অপেক্ষা করছেন তারা। এদিকে, ঘাটের সার্বিক নিরাপত্তার জন্য বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে বিজিবি। তবে পণ্যবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স পারাপারে অগ্রাধিকার থাকলেও তা দেয়া হচ্ছে না।
বিধিনিষেধের পরও মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে হাজারও যাত্রী নিয়ে দুটি ফেরি বাংলাবাজার ঘাটে যেতে দেখা গেছে। আর পণ্যবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স পারাপারে অগ্রাধিকার থাকলেও তা দেওয়া হচ্ছেনা। দু’পারে আটকে আছে শত শত পণ্যবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স। অথচ রোববার সকাল থেকেই শিমুলিয়া ঘাট এলাকায় টহল দিচ্ছে বিজিবি।
তবে ঘাট কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, পণ্যবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে।
মাদারীপুরের বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকলেও, যাত্রী ও যানবাহনে ঘাট পরিপূর্ণ। অন্য যানবাহনের পাশাপাশি পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পারাপারেও বিআইডব্লিউটিসি দেরি করছে বলে অভিযোগ উঠেছে।
তবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ধীরগতিতে অ্যাম্বুলেন্সের সাথে পার হচ্ছে জরুরি পণ্যবাহী ট্রাক। টাকার বিনিময়ে প্রধান্য পাচ্ছে ব্যক্তিগত যানবাহন ও যাত্রী।
এদিকে যানবাহন ও যাত্রী নিয়ন্ত্রণে মানিকগঞ্জে মোতায়েন করা হয়েছে বিজিবি। ঢাকা-আরিচা মহাসড়কে একাধিক স্থানে চৌকি বসিয়ে তল্লাশি চলছে।