বিজয়ের মর্যাদা সমুন্নত রাখতে সেনাবাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
- আপডেট সময় : ০১:৫৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেবার মনোভাব নিয়ে সেনা সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিজয়ের মর্যাদা সমুন্নত রাখতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান সরকার প্রধান। যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকারও নির্দেশ দেন তিনি। সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ মিলিটারি একাডেমির ৭৯ তম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনিং উপলক্ষে চট্টগ্রাম ভাটিয়ারির মিলিটারি একাডেমীতে রাষ্ট্রপতি কুচকাওয়াজের এ আয়োজন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এবার সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত ৩ জন ফিলিস্তিনী ও ১ জন শ্রীলংকানসহ মোট ১২০ জন ক্যাডেট শপথ নেন
নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর সকল সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন সরকার প্রধান।সেনাবাহিনীর দক্ষতা ও পেশাদারিত্বের অর্জিত সুনাম ধরে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দুর্যোগের সময় মানুষের পাশে থাকার আহ্বান জানান, সরকার প্রধান।করোনাকালীন সময়ে সশস্ত্রবাহিনীর ভূমিকার প্রশংসা করে, সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।