বিজয় এন ডি ক্রুজ ষষ্ঠ আর্চবিপশ হিসেবে মনোনীত হওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
ঢাকায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু- বিজয় এন ডি ক্রুজ ষষ্ঠ আর্চবিপশ হিসেবে মনোনীত হওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সকালে কাকরাইল সেন্ট ম্যারিস ক্যাথিড্রাল গির্জায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় খ্রিষ্টান ধর্মীয় গুরুসহ যীশু খীস্টের ভক্তরা উপস্থিত ছিলেন। এসময় ধর্মীয় গুরুরা সারা বিশ্বের মানব জাতির কল্যান ও করোনা থেকে মুক্ত রাখতে ইশ্বরের কাছে প্রার্থনা করেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ কূটনৈতিক কোচের ডিন ও ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচেরী মনোনীত বিজয় এন ডি ক্রুজকে শপথ বাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে আর্চবিশক কার্ডিনাল প্যাট্টিক ডি’রোজারিয়কে ধন্যবাদ জানানো হয়।