বিজয় দিবসে একযোগে সারাদেশের মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বিজয় দিবসে একযোগে সারাদেশের মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।
বিকেলে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় এনআইডি মহাপরিচালক বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। দেশের ৫১৯টি এলাকায় এরই মধ্যে স্মার্টকার্ড পৌঁছে গেছে। মহান বিজয় দিবসের অনুষ্ঠানে তাদের হাতে স্মার্টকার্ড তুলে দেয়া হবে। তিনি বলেন, প্রাথমিকভাবে ৪০ হাজার মুক্তিযোদ্ধাকে স্মার্টকার্ড দেয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গারা যেন কোনোভাবেই জাতীয় পরিচয়পত্র না পায়, সে ব্যাপারে নানা ব্যবস্থা নেয়া হয়েছে। আর এনআইডির সঙ্গে সম্পৃক্ত করার কারণে মোবাইল ফোনে সন্ত্রাসীদের কার্যক্রম ৮০ শতাংশই কমে গেছে।