বিঞ্জ-এ আসছে ওয়েব সিরিজ ‘দা সাইলেন্স’
- আপডেট সময় : ০৩:৩৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
- / ১৬২৫ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : দেশীয় জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘দা সাইলেন্স’। এই ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। ছয় পর্বের এই সিরিজটি চলতি মাসের শেষ নাগাদ বিঞ্জ প্ল্যাটফর্মটিতে মুক্তি পাবে।
‘দা সাইলেন্স’ মাধ্যমে বিঞ্জ এর সাথে প্রথম কাজের যাত্রা শুরু হলো জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরিচালক ভিকি জাহেদের।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, শ্যামল মাওলা, আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ্ সহ আরো অনেকেই। ‘দা সাইলেন্স’ ওয়েব সিরিজটির প্রিমিয়ার শো ২৯ জানুয়ারি হতে যাচ্ছে এস কে এস টাওয়ার স্টার সিনেপ্লেক্সে-এ।
এক উচ্চভিলাষী দম্পতির জীবনের উদ্দেশ্য হচ্ছে যে কোন উপায় অবলম্বন করে বড়োলোক হওয়া। মধ্যবিত্ত জীবন যাপনে বিরক্ত তারা। প্রতিনিয়ত তারা বিভিন্ন উপায় খুঁজে বড়োলোক হওয়ার। হঠাৎ তারা হাতে পায় জ্যাকপট। কিন্তু কিভাবে?
ওয়েব সিরিজটি সম্পর্কে নির্মাতা ভিকি জাহেদের বলেন, ‘সবাই মিলে চেষ্টা করেছি গল্পটিকে সুন্দর করে ফুটিয়ে তুলে দর্শকদের ভাল একটি কাজ উপহার দেওয়ার। আমরা বিশ্বাস করি ওয়েব সিরিজটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে।’
বিঞ্জ’র জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান বলেন, ‘আমরা দর্শকদের জন্য নতুন অনেক কনটেন্ট নিয়ে আসছি টিপিকাল ওটিটি টাইপ কন্টেন্টের বাইরে। বিঞ্জ অরিজিনাল ‘মায়াশালিক’ অনেক সাড়া ফেলেছিলো আশা করছি ‘দা সাইলেন্স’ আরো বড় রেকর্ড করবে।