বিটিএমসি ও মন্ত্রণালয়ের উদাসীনতায় চট্টগ্রামের এশিয়াটিক কটন মিল চালু করা যাচ্ছে না
- আপডেট সময় : ০৭:০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৯৮ বার পড়া হয়েছে
বিটিএমসি ও মন্ত্রণালয়ের উদাসীনতায় চট্টগ্রামে এশিয়াটিক কটন মিল পুনরায় চালু করা যাচ্ছে না বলে অভিযোগ করেছে কারখানাটির ওয়ার্কার্স ইউনিয়ন ও শ্রমিক লীগ। এতে পড়ে থেকে কারখানার মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। এদিকে, বিটিএমসি প্রায় ১২শ’ শ্রমিকের বকেয়া পাওনা আটকে রেখেছে বলেও জানান তাঁরা।
দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শ্রমিক নেতারা। এশিয়াটিক কটন মিল শ্রমিক লীগের সভাপতি যদু মোহন দাশ জানান, দফায় দফায় সরকার এই মিলটির মালিকানা বেসরকারি খাতে দিয়ে আবার পুন:অধিগ্রহণ করেছে। বিটিএমসি মিল চালু না করে উল্টো গুদাম হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছে। এ অবস্থায় একসময়ের লাভজনক এই প্রতিষ্ঠানকে আবার চালু করার পাশাপাশি শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবি জানান তাঁরা। শিগগিরই শ্রমিকদের পাওনা পরিশোধে কার্যকর ব্যবস্থা নেয়া না হলে আন্দোলনে যাবার হুশিয়ারি দেন শ্রমিক নেতারা।