বিডিআর বিদ্রোহের ‘আসল রহস্য’ এখনও উন্মোচিত হয়নি : সাবেক সেনাপ্রধান
- আপডেট সময় : ০২:১৭:০২ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৬০ বার পড়া হয়েছে
The Army Chief of Bangladesh General Moeen U. Ahmed, being welcomed by the Minister of State for Commerce, Shri Jairam Ramesh, in New Delhi on February 25, 2008.
বিডিআর বিদ্রোহের ‘আসল রহস্য’ এখনও উন্মোচিত হয়নি বলে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ। এ ঘটনার পুনঃতদন্ত করে দোষীদের বিচারের দাবিও জানান তিনি। ‘ওয়ান-ইলেভেন’র প্রধান চরিত্র মঈন ইউ আহমেদ তার নিজের ইউটিউব চ্যানেলে এসব কথা তুলে ধরেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে এবারই প্রথম মুখ খুললেন বিদেশে অবস্থানরত মঈন ইউ আহমেদ।
নিজের ইউটিউব চ্যানেলে মঈন ইউ আহমেদ বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় তিনি যখন তদন্তের আদেশ দেন, তখন তাকে বলা হয়, সরকার এই বিষয়ে তদন্ত করছে। এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন, তা তারা পাননি। তিনি বলেন, গত ১৫ বছরেও এই হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা দেশের মানুষ জানতে পারেনি। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তদন্ত কমিটি পুনর্গঠন করে জড়িতদের বের করতে সক্ষম হবেন আশা প্রকাশ করে সাবেক সেনাপ্রধান বলেন, এ ঘটনায় সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সেসময় অনেকের অসহযোগিতা এবং অনেকে জেলে থাকায় তদন্তের কাজ ঠিকভাবে করা যায়নি। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে এ ঘটনার পুনঃতদন্ত করার আহ্বান জানান তিনি।