সাভারের বিতর্কিত চেয়ারম্যান সাইফুলের দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
- আপডেট সময় : ০১:৫১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের বিতর্কিত চেয়ারম্যান সাইফুল ইসলামের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। এদিকে চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ ইউপি সদস্যদের অনাস্থা প্রস্তাবে শুরু হয়েছে জেলা প্রশাসনের তদন্ত। সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে এলাকার ক্ষুব্ধ মানুষ। বিতর্কিত এই চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। অন্যদিকে বিরুদ্ধে নিউজ প্রচারের পর এখন চেয়ারম্যানের পক্ষে এসএ টিভিতে নিউজ প্রচারের দাবি নোটিশ পাঠানো হয়েছে।
বনগাঁও ইউনিয়ন পরিষদের বিতর্কিত চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন দূর্ণীতি অভিযোগ এনে গত ১২ জুলাই জেলা প্রশাসক বরাবর অনাস্থা প্রস্তাব দেন ওই ইউনিয়নের ১১ জন সদস্য। একই দিনে চেয়ারম্যান সাইফুলের বিরুদ্ধে আবেদনকারী ১১ সদস্যের পক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ জানান ইউপি সদস্য আলাউদ্দিন। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণ করতে নানা ছলচাতুরির আশ্রয় নেন চেয়ারম্যান সাইফুল। এর মধ্যে অভিযোগ আনা ১১ সদস্যকে এক বছরের সম্মানি দিয়ে সই রেখে তা মন্ত্রণালয়ে জমা দিয়েছেন তিনি। ঐ আবেদনে দাবি করেন, তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব মিথ্যা। এ নিয়ে এসএ টিভি’র সরেজমিন অনুসন্ধানে উঠে আসে ভূমি দখলসহ নানা অনিয়মের চিত্র।
সম্প্রতি এ বিষয়ে তদন্ত শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন। তদন্তের শুনানী রয়েছে আগামি ২৭ আগস্ট। ঐ শুনানিতে অভিযুক্ত চেয়ারম্যানসহ সকল মেম্বারদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এদিকে তদন্ত কমিটি গঠনের খবরে স্থানীয় গ্রামবাসী মিষ্টি বিতরণ করেছেন। পাশিপাশি সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধনসহ জুতা মিছিল করেন স্থানীয় ভোটাররা। চেয়ারম্যান সাইফুলের অপকর্মের বিরুদ্ধে আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ৬৫ সদস্যের মধ্যে ৪১ জন। দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যানের বিষয়ে এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম জানান, জেলা প্রশাসকসহ বিভাগীয় কমিশনারের তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে। করানোভাইরাস প্রাদুর্ভাবের পর বিভিন্ন অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদের ৩৭ জন চেয়ারম্যান এবং ৭১ জন ইউপি সদস্যসহ মোট ১০৮ জনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।