বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ অব্যাহত
- আপডেট সময় : ১০:৪৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির জন্যই নাগরিকত্ব সংশোধনী আইন করা হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম।
এদিকে, গেলো শনিবার বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে উত্তরপ্রদেশে পুলিশের নাজেহালের শিকার হন কংগ্রেসে নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। রোববার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথ অনুষ্ঠানে অংশ নেন, কংগ্রের নেতা রাহুল গান্ধী, ডিএমকে নেত্রী কানিমোঝি এবং পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়সহ ৬ রাজ্যের মুখ্যমন্ত্রী। তারা বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জোট করে আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। লোকসভা ও রাজ্যসভায় পাশের পর গেলো ১২ ডিসেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয় শুধু অমুসলিমদের নাগরিকত্ব দেয়া সংক্রান্ত বিতর্কিত বিলটি। এপর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ২৫ জন। এছাড়া আটক হয়েছে কয়েক হাজার।