বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল ভারতের প্রায় সব রাজ্যই
- আপডেট সময় : ১১:২৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল ভারতের উত্তর প্রদেশসহ প্রায় সব রাজ্যই। গেলো ১৩ দিনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত হয়েছে ২৩ জন। আটক করা হয়েছে কয়েক হাজার মানুষকে।
নতুন আইনের প্রতিবাদে বিক্ষোভ বন্ধ করতে রাজধানী দিল্লী, উত্তর প্রদেশ, কর্নাটক এবং ব্যাঙ্গালুরুসহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। বন্ধ করা হয়েছে একাধিক রাজ্যের ইন্টারনেট পরিসেবা। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভে অংশ নিচ্ছেন ভারতের সব ধর্মের মানুষ। এদিকে, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রভাব শুধু মুসলিমদের উপর নয়, ভারতের সমস্ত নাগরিকদের উপর পড়বে জানিয়ে এই আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমেনের প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়েইসি। অন্যদিকে, সংশোধনী আইনে কারও নাগরিকত্ব কেড়ে নেয়া হবে না বলে জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা ও রাজ্যসভায় পাশের পর গেলো ১২ ডিসেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয়, শুধু অমুসলিমদের নাগরিকত্ব দেয়া সংক্রান্ত বিতর্কিত বিলটি। এরপর থেকেই মোদি সরকারের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ চলছে।