বিতর্কের মধ্যেই করোনার দ্বিতীয় আরেকটি ভ্যাকসিন আনার দাবি রাশিয়ার
- আপডেট সময় : ০৩:২১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের প্রথম টিকা নিয়েই বিতর্কের মধ্যেই দ্বিতীয় আরেকটি ভ্যাকসিন আনার দাবি করেছে রাশিয়া । রুশ সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, দেশটির অতি গোপনীয় একটি জৈব অস্ত্রের কারখানায় দ্বিতীয় এ ভ্যাকসিনটির উন্নয়ন করা হয়েছে।
ভ্যাকসিনটির নাম দেওয়া হয়েছে ‘এপিভ্যাককরোনা’। এটি প্রস্তুত করেছে রাশিয়ার ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি। মস্কোর দাবি, ইতোমধ্যে ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বর নাগাদ ট্রায়াল শেষ হওয়ার কথা রয়েছে। প্রথম দফায় ৫৭ জনের শরীরে সফল ট্রায়াল সম্পন্ন হয়। এতে কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না যাওয়ায় দ্বিতীয় দফার ট্রায়াল সম্পন্ন করা হয়। এতে স্বেচ্ছাসেবীদের শরীরে অ্যান্টিবডি তৈরির প্রমাণ মিলেছে। করোনাভাইরাসের নিরাপদ ভ্যাকসিন উদ্ভাবনে বিশ্বজুড়ে তীব্র প্রতিযোগিতার মধ্যে গত ১১ আগস্ট বিশ্বের প্রথম ভ্যাকসিন হিসেবে ‘স্পুটনিক ভি’ অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া।