বিদেশি ঋণ নিয়ে ভাল অবস্থানে বাংলাদেশ : পরিকল্পনামন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
দেশের বতর্মান পরিস্থিতিতে ঋণ নিতে হবে। তবে ঋণ নেয়ার বিষয়ে সতর্কও থাকতে হবে। পাশাপাশি ঋণের টাকা সঠিকভাবে কাজে লাগানোর বিষয়েও তাগিদ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদে সুশাসন নিশ্চিতকরণে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা শীষর্ক সেমিনার শেষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, বিদেশি ঋণের কোন বিকল্প নেই। তবে বিদেশি ঋণ নিয়ে কোনো ভয় নেই। এসব ঋণ হিসেব করে নিতে হবে, যেনো অর্থনীতিতে উৎপাদন প্রক্রিয়ায় কাজে লাগে। বিদেশি ঋণ বিষয়ে বাংলাদেশ ভাল অবস্থানে দাবি করে মন্ত্রী বলেন, অনেকে ভয় দেখায় যা ঠিক নয়। ঋণ নেয়ার ক্ষেত্রে বাছাই প্রক্রিয়া করে নেয়া হয়। ফিজিবিলিটি স্টাডিজ ছাড়া প্রকল্প নেয়া হয় না। তারপরও অনেকে সুবিধা নেয়ার চেষ্টা করে। এসব থাকবেই। তবে এখন পরিকল্পনা কমিশন অনেক শক্তিশালী বলে মন্তব্য করেন এম এ মান্নান।