বিদেশি বিনিয়োগে আকর্ষণে উদ্যেগ নেয়ার ফলেই দেশ এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:৩৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
বিদেশি বিনিয়োগে আকর্ষণে উদ্যেগ নেয়ার ফলেই দেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইনভেস্টমেন্ট এক্সপো উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ বরাবরই বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করেছে। কোভিড, ইউক্রেন যুদ্ধ না হলে অর্থনীতিকে আরও এগিয়ে নেয়া সম্ভব হতো বলেও জানান শেখ হাসিনা।
ফরেন ইনভেস্টর চেম্বার অফ কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির ৬০ বছর উদযাপন এবং ইনভেস্টমেন্ট এক্সপো-২০২৩ এর উদ্বোধন হয় রাজধানীর রেডিসন ব্লুতে।
প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার সবসময় বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করেছে। এবং তাদের শাসনামলেই বিদেশি বিনিয়োগের সুযোগ বেশী হয়েছে।
আগামীতে অনেক দেশকে ছাড়িয়ে বাংলাদেশ বিনিয়োগ, শিল্পায়ন ও রপ্তানির আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে উঠবে বলে জানান সরকার প্রধান।
২০৪১ সাল নাগাদ স্মার্ট গভমেন্ট ও স্মার্ট ইকোনমি গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
সব প্রতিকূলতা অতিক্রম করে অর্থনৈতিকে আরো সমৃদ্ধি করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান প্রদানমন্ত্রী শেখ হাসিনা।