বিদেশি সার্টিফিকেট বৈধতা পেতে চাইলেও দেশের মানুষ এ সরকারকে প্রত্যাখ্যান করেছে : ড. আব্দুল মঈন খান
- আপডেট সময় : ০৪:০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
- / ১৭৭৬ বার পড়া হয়েছে
বিদেশি সার্টিফিকেট বৈধতা পেতে চাইলেও দেশের মানুষ এ সরকারকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। জাতীয় প্রেসক্লাবের সামনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, যতই চেষ্টা করুক দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকে গ্রহণ করেনি। গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে বলেও জানান মঈন খান।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-জেটেব। এসময় প্রশাসনের উপর নির্ভর করে সরকার দেশ পরিচালনা করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। সেচ্ছায় পদত্যাগ না করলে জনগণের আন্দোলন সরকারকে পরাজিত করা হবে। গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হলেও দেশে গণতন্ত্র নেই বলে অভিযোগ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। গায়ের জোরে বন্দুকের নলের উপর সরকার ক্ষমতায় টিকে আছে। গণতন্ত্র না ফিরিয়ে না আনা পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে বলেও হুঁশিয়ার করেন ড. আব্দুল মঈন খান।