বিদেশীদের উপর ভর করে ক্ষমতায় আসতে না পেরে বিএনপি উল্টো কথা বলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিদেশীদের উপর ভর করে ক্ষমতায় আসতে না পেরে বিএনপি উল্টো কথা বলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
- / ১৬৩২ বার পড়া হয়েছে
বিদেশীদের উপর ভর করে ক্ষমতায় আসতে না পেরে বিএনপি উল্টো কথা বলছে বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি৷ নির্বাচন পরবর্তী সহিংসতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরাজিত পক্ষদের সঙ্গে সব নির্বাচনের পরই কিছু সমস্যা হয় । একপক্ষ আরেকপক্ষকে দোষারোপ করে। এজন্যই দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও স্বতন্ত্রদের মধ্যে সংঘর্ষ হচ্ছে বলে মনে করেন তিনি।
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সৌজন্য সাক্ষাত করেন ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা। পরে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা ইস্যু গুরুত্বপূর্ণ। আগামীতে বাণিজ্য, অর্থনীতি, নিরাপত্তা বিষয়ে কাজ করবে দুই দেশ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে অপরাধ কমানো, ভিসা জটিলতা, অর্থনীতিসহ নানা বিষয় নিয়ে দুই দেশ একসঙ্গে কাজ করবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। চাপে পড়ার কিছু নেই। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাজুস নেতারা। স্বর্ণ পরিবহনের ক্ষেত্রে জুয়ালারি ব্যবসায়ীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা প্রায়ই হয়রানির শিকার হচ্ছে বলে জানান বাজুস নেতারা।