বিদেশীদের কাছে চিঠি চালাচালি করে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে বিএনপি : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং বিদেশীদের কাছে চিঠি চালাচালি করে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। বাংলাদেশকে বিদেশী সাহায্য বন্ধে যারা কথা বলে তারা দেশের শত্রু, তাদের বিরুদ্ধে সরকারীভাবে তদন্ত চলছে।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে এসব মন্তব্য তথ্যমন্ত্রী। বলেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে পারে। ক্ষমতায় কারা থাকবে আর ক্ষমতা থেকে কারা বিদায় নিবে-তা নির্ধারণ করবে এদেশের জনগণ। করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি। আজ চট্টগ্রামে বিটিভিতে বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠান প্রচারিত হয়। শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী। অনুষ্ঠানে বিটিভির কর্মকর্তা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।