বিদেশী দাতারা বিদায় নিলে বাংলাদেশ নিজস্ব সম্পদ দিয়ে ভালোভাবেই চলতে পারবে
- আপডেট সময় : ০৭:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিদেশী দাতারা বিদায় নিলে বাংলাদেশ নিজস্ব সম্পদ দিয়ে ভালোভাবেই চলতে পারবে। কারণ বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। তিনি বলেন, দাতারা শুরুতে নানা পরিকল্পনা হাতে নিলেও মাঝপথে নানা শর্ত দিয়ে তাদের নীতির পরিবর্তন করে এবং সমঝোতা না হলে চলে যায়।
ঢাকার মিরপুরে ইউসেপ বাংলাদেশের আন্ডার প্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রামের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, বর্তমানে বাংলাদেশের সব ধরনের সক্ষমতা রয়েছে। তবে কেউ যদি সম্মানের সঙ্গে সাধারণ মানুষকে সম্মান দিয়ে কাজ করতে চায়, তাহলে করুক। ডোনারদের মাঝপথে নীতি পরিবর্তন আর করতে দেয়া যাবে না। নদীতে ভাসিয়ে দিয়ে চলে যাবে, সেই দিন আর নেই। এগুলো আমাদের পরিহার করতে হবে। তিনি বলেন, ডোনাররা নীতিমালা পরিবর্তন করতেই পারে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনও বলেন না যে, তিনি নীতি পরিবর্তন করেছেন।