বিদেশে অর্থ পাচারকারিদের পূর্নাঙ্গ ও সুনির্দিষ্ট তথ্য চায় হাইকোর্ট
- আপডেট সময় : ০২:৪১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / ১৫২০ বার পড়া হয়েছে
বিদেশে অর্থ পাচারকারিদের বিষয়ে পূর্নাঙ্গ ও সুনির্দিষ্ট তথ্য চায় হাইকোর্ট। এসময় দুদক সহ সরকারের ৫ টি সংস্থাকে তদন্তের অগ্রগতি জানাতে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে হাইকোর্ট। এর আগে হাইকোর্টের নির্দেশে ৫ টি সংস্থা লিখিত প্রতিবেদন জমা দেয়।
বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের ও বিচারপতি আহমেদ সোহেলের দ্বৈত বেঞ্চে এ প্রতিবেদন শুনানি হয়। এর আগে সব মিশন অর্থপাচারের রিপোর্ট দিলে সাথে সাথে আদালত তা দাখিল করা হবে বলে হাইকোর্টকে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়। অন্যদিকে এখন পর্যন্ত দুদকের মামলার হিসেবে ২৫০০ কোটি টাকা অর্থ পাচার হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে দুদক। কানাডায় অর্থপাচারের বিষয়ে সেদেশের কাছে তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে বিএফআইইউ। শুনানিতে দুদককে হাইকোর্ট পররাষ্ট্র মন্ত্রীর দেয়া তথ্য ২৮ জনের মধ্যে কারো নাম দিতে না পারায় উস্মা প্রকাশ করেন দুদকের প্রতি। তবে সুনির্দিষ্ট কেন তথ্য মন্ত্রীর কাছে ছিলো না বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়। এসময় সুনির্দিষ্ট তথ্য পেতে আরো সময় প্রয়োজন বলে হাইকোর্টকে বলেন অ্যাটর্নি জেনারেল। অর্থ পাচারের তথ্য নিতে সব সংস্থা চেষ্টা করছে বলেও কোর্টকে জানান তিনি। হাইকোর্ট এসময় বিদেশে আরো যেসব দেশে অর্থ পাচার হয়েছে তার তালিকা করারও মন্তব্য করেন। এর আগে কানাডার বেগমপাড়ায় অর্থপাচারকারীদের তালিকা দিতে স্বতপ্রনোদিত হয়ে আদেশ দেন হাইকোর্ট।