বিদেশে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসা সেবা নেয়ার শারীরিক শক্তি নেই : হানিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনা সংকটের মধ্যে বিদেশে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসা সেবা নেয়ার শারীরিক শক্তি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
সকালে কুষ্টিয়া ২৫০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালে ‘ডাঃ এস এম নুরুদ্দীন আল বাকি রুমী’ নামে নতুন ক্লিনিক্যাল কক্ষ উদ্ধোধনকালে তিনি সাংবাদিকদের একথা বলেন। এসময় হানিফ আরো বলেন- খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে ডাঃ জাফরউল্লাহকে নিয়োগ দেয়া হয়েছে কিনা তা সরকারের জানা নেই। তবে এ বিষয়ে তার মতামত প্রদান অনাকাংখিত ও অনভিপ্রেত। খালেদা জিয়ার নিযুক্ত চিকিৎসকদের মতামতের প্রতি সরকার গুরুত্ব দেবে বলে জানান তিনি।